শেরপুরে জেষ্ঠ আইনজীবী এডভোকেট সাইফুল আমিন আর নেই
তপু সরকার হারুন, শেরপুর:
শেরপুরে জেষ্ঠ আইনজীবী এডভোকেট সাইফুল আমিন গত ৯ অক্টোবর শনিবার বেলা ১.১৫ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
রবিবার সকাল ১০টায় জেষ্ঠ আইনজীবী মরহুম এডভোকেট সাইফুল আমিন’কে শেষ শ্রদ্ধা জানাতে নিয়ে যাওয়া হয় জেলা আইনজীবী ভবনে। সেখানে জেলা আইনজীবী সভাপতি ও সাধারন সম্পাদক সিনিয়র ও জুনিয়র আইনজীবীদের শেষ শ্রদ্ধা জানানো হয়। বেলা সাড়ে ১১ টার সময় শেরপুর পৌর ঈদগাঁ মাঠে তাহার প্রথম জানাযার নামাজ পড়ানো হয়। পরে বেলা ১.৩০ মিনিটের সময় মরহুমের গ্রামের বাড়ী তিনানী রাজনগরে নিয়ে যাওয়া হয়। দুপুর ২.১৫ মিনিটে তার ২য় জানাযার নামাজ পড়ানো হয়। দুটি জানাযায় বিভিন্ন বক্তা বলেন মরহুম এডভোকেট সাইফুল আমিন অত্যান্ত সদালোপী ও হাস্যউজ্জল লোক ছিলেন, তিনি কখনো কাউকে কোন দিন কষ্ট দিয়ে কথা বলেননি । তিনি প্রথম জীবনে সুনামের সাথে শিক্ষকতা-করেছেন। পরে আইন পেশায় প্রথমত ময়মনসিংহে এবং পরবর্তীতে ১৯৭২ সালে শেরপুর জেলা আইনজীবী সমিতির প্রথম আইনজীবী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন । এডভোকেট সাইফুল আমিন একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। উনার পিতা মরহুম সৈয়দ মৌলভী একজন শিক্ষানুরাগী ছিলেন। মরহুম সৈয়দ মৌলভীর ১১ ছেলে ও ৫ মেয়ের মধ্যে এডভোকেট সাইফুল আমিন ছিলেন ২য় ছেলে। মৃত্যুকালে তার তিন ছেলে, নায় নাতনী ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন।