শ্রীবরদীতে ইউএনও নিলুফা আক্তারের মতবিনিময়
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদী উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, গন্যমান্য ব্যাক্তি, সাংবাদিকবৃন্দ ও সুধীগণের সাথে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই নবাগত উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার’কে ফুলেল শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও নিলুফা আক্তার।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, পৌর মেয়র আবু সাইদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ ইবনে হুসাইন, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ আলী লাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, জেলা পরিষদ সদস্য আবু জাফর, উপজেলা প্রোগ্রাম অফিসার নিজামদ্দিন খান, পদ্মা ব্যাংক লিমিটেডের শ্রীবরদী শাখা ব্যবস্থাপক নাছির উদ্দিন, অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক উজ্জল মিয়া, উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ ছানোয়ার হোসেন, কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প ইনচার্জ খন্দকার আব্দুল হাই, আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের সহকারি অধ্যাপক (বাংলা) আসাদুজ্জামান, জেলা পরিষদ সদস্য আল আমিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রুহুল আমিন কালাম, এপিপিআই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিজদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল শাহিন, সাংবাদিক ফরিদ আহম্মেদ রুবেল, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সামাজিক সংগঠন লোকাল বয়েজের প্রতিষ্ঠাতা পরিচালক এজেড রুমান প্রমূখ।