শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার:
নিষিদ্ধ পলিথিনের পরিবর্তে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষে শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকাল ৫ টায় উপজেলার ঝগড়ারচর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিলুফা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ ও পরিবেশ সংরক্ষণ সংশোধন আইনে ঝগড়ারচর বাজারের দোকান মালিক পারভেজকে ৪ হাজার, আলি আজমকে ২ হাজার ৫ শত, সওদাগরকে ২ হাজার ৫ শত, চৈতন্যকে ২ হাজার ও জাকিরকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend