শ্রীবরদীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে নিরীহ এলাকাবাসীর ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌর শহরের উত্তর বাজারে শ্রীবরদী হতে ভায়াডাঙ্গা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্রীবরদী বাজার ও সাতানি শ্রীবরদী হিন্দু মুসলিম মহল্লাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি সূত্রে জানা যায়, পৌর শহরের সাতানি শ্রীবরদী মহল্লার আলপনা রানী ও নিরঞ্জন আর্চায্য বিভিন্ন সময়ে সামান্য ঘটনাকে কেন্দ্র করে নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করে আসছে। সম্প্রতি স্থানীয় সুজন ও খোকনের নামে চুরির মিথ্যা অভিযোগ তুলে মামলা দায়ের করেন। এতে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে বৃহস্পতিবার বিকালে ওই পরিবারের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য দেন, স্থানীয় বাসিন্দা সাইয়েম, স্বাধীন, সুজন, রাবেয়া বেগম প্রমূখ। এ নিয়ে আলপনা রানীর স্বামী নিরঞ্জন আর্চায্য মুঠোফোনে বলেন, আমরা তাদের বিরুদ্ধে মামলা করেছি। কোর্ট বিচার করবে। তারা আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা মিথ্যা।