শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ জরিমান আদায়
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত শনিবার বিকালে উপজেলার পোড়াগড় ও ভায়াডাঙ্গা বাজারের ৩টি দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স।
এসময় পরিবেশ সংরক্ষণ সংশোধন আইনে বড় পোড়াগড় বাজারের ব্যবাসয়ী আ: মমিনকে ১৫ হাজার টাকা, ভায়াডাঙ্গা বাজারের আতিক মিয়াকে ৩ হাজার টাকা ও ভোক্তা অধিকার আইনে ভায়াডাঙ্গা বাজারের আরেক ব্যবসায়ী ওসমান গনিকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার বলেন, জনস্বার্থে শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।