শ্রীবরদীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে ৪৯ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসার প্রিন্সিপাল, সুপারদের নিয়ে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রহুল আলম তালুকদার, উপজেলা একডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, ফতেহপুর এস.এফ.এম.কে ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল মান্নান, তাতিহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল, ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, বানিবাইদ এএএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, শ্রীবরদী আইডিয়াল এন্ড টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার উপস্থিত বিদ্যালয়ের প্রধানগণের উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুঝিবুর রহমান ও মুক্তিযোদ্ধ কর্ণার সমৃদ্ধকরণ, সময়মত উপস্থিতি ও প্রস্থান, অ্যাসেম্বলী ক্লাস, নীতিবাক্য পাঠ, সর্বদা ক্লাস, অফিস ও বিদ্যালয় পরিস্কার, ছয় পিরিয়ডের ক্লাশ রুটিন, শিক্ষা উপকরণ ও বিজ্ঞান উপকরণের ব্যবহারসহ নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার বিষয়ে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend