শ্রীবরদী মুক্ত দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার:
৬ ডিসেম্বর শেরপুরের শ্রীবরদী মুক্ত দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু ছালেহ মোহাম্মদ নূরুল ইসলাম হিরু। অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, তৎকালীন যুদ্ধকালীন ও কাকিলাকুড়া ইউপি কমান্ডার নজরুল ইসলাম, সিংগবরুণা ইউপি কমান্ডার নূর ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শাকের মো. আব্দুল্লাহ দানা, সাধারন সম্পাদক আসাদুজ্জজামান প্রিন্স প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমান্ডের কমান্ডারগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শ্রীবরদী মুক্ত দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধের বিভিন্ন দিক তুলে ধরেন।