শ্রীবরদীতে বাল্যবিবাহ বিরোধী র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
বাল্যবিবাহ মুক্ত শ্রীবরদী উপজেলা গড়তে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাল্যবিবাহ বিরোধী র্যালী, মানববন্ধান, গণস্বাক্ষার ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে গণস্বাক্ষর কর্মসূচী ও শপথ গ্রহণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারে নেতৃত্বে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজজোহরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, এসআই ছাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশিল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।