শ্রীবরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
স্টাফ রিপোর্টার:
“দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী’র আয়োজন করা হয়। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুম সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
র্যালী ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আকন্দ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার আশরাফুল ইসলাম, ভেলুয়া ইউপি চেয়ারম্যান মিঞা মো. মিজানুর রহমান সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।