শ্রীবরদীতে উইন টেক ইন্টারন্যাশনাল স্কুলের যাত্রা শুরু
স্টাফ রিপোর্টার:
মাল্টিমিডিয়া ও ইন্টারনেট সুবিধাসহ নানা বিষয়ে নতুন নত্ত্ব নিয়ে এবারই প্রথম শেরপুরের শ্রীবরদীতে যাত্রা শুরু করলো উইন টেক ইন্টারন্যাশনাল নামে একটি ব্যাক্তি মালিকাধীন স্কুল। এ উপলক্ষে উইন টেক ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয় অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা। উইন টেক ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি মোহাম্মদ আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ওই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ ড. মো: আব্দুল মালেক। তিনি বলেন, পৌর শহরের এপি উচ্চ বিদ্যালয়ের পাশে একেবারেই নিরিবিলি পরিবেশে স্কুলটিতে অত্যাধুনিক সুবিধা থাকবে। মাল্টিমিডিয়া ও ইন্টারনেট সুবিধা, বিদেশী ইংরেজি ভাষাভাষি শিক্ষক দ্বারা প্রকৃত উচ্চারণসহ ইংরেজি শিক্ষাদান, একই প্লাটফর্মে ধর্মীয় ও বিজ্ঞান শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতে বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টিতে আমরা বদ্ধপরিকর থাকবো।
ওই স্কুল মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সঞ্চালনা করেন কবি হাদিউল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের মোরাদুজ্জামান লাভলু, শিক্ষক জেরিন, মিজানুর রহমান প্রমূখ। সভায় শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।