শ্রীবরদী সীমান্তে অবৈধ বালু মহলে টাস্কফোর্স অভিযান: ১২ ড্রেজার মেশিন ধ্বংস
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তবর্তী সোমেশ্বরী নদীতে অবৈধ বালু মহলে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় সীমান্তবর্তী খাড়ামোড়া এলাকালার ১০৯৮ (৯এস) পিলার সংলগ্ন সোমেশ্বরীতে এ অভিযান পরিচালনা করা হয়। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবেল মাহমুদ এবং শ্রীবরদী সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান যৌথভাবে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে পাহাড়ী নদী থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১২টি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট প্লাস্টিকের পাইপ ধ্বংস করে।
এসময় তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ নায়েব সুবেদার আব্দুল লতিফ, তাতিহাটি-রানীশিমুল ইউনিয়নের ভূমি সহকারি কর্মকর্তা আতিকুর রহমান সহ সংগীয় ফোর্স উপস্থিত ছিলেন।