শ্রীবরদীতে পলিথিন রাখার দায়ে দুই ব্যবসায়ীর কারাদন্ড
স্টাফ রিপোর্টার:
শ্রীবরদীতে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে দুই ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৫ জানুয়ারী বুধবার সন্ধ্যায় উপজেলার কাকিলাকুড়া চৌরাস্তা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর একেএম মাসুদর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
এসময় নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে মুদি ব্যবসায়ী গেরামারা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে সাজু মিয়া (৫৮) কে ৩ দিনের ও একই গ্রামের মিষ্টার আলীর ছেলে জজ মিয়া (২৫) কে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়াও মো. ইব্রাহিমের ছেলে হাছান আশকারী (২২) নামে অপর এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।