শ্রীবরদীতে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলার ৪ নং তাতিহাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। তাতিহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদউল্লাহ বিল্লালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। সভার শুরুতেই স্বাগত বক্তব্য শেরপুর জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, এসডিজি, ভিশন-২০২১ ও ২০৪১, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদসহ বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরেন। তিনি আরও বলেন, সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিগত ১০ বছর থেকে সারাদেশে বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছেন। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
প্রচারক আব্দুল মান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, ইউপি সদস্য মিরাজ উদ্দিন মেজর, গোলাম মোস্তফা, ওয়ার্ড আ’লীগ সভাপতি ইমানুর রসুল উকিল প্রমুখ।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিভিন্ন গুরুত্ব পূর্ণ দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এছাড়াও জেলা তথ্য অফিস কর্তৃক অনুষ্ঠানের শুরুতেই সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ওপর নির্মিত প্রামাণ্য চলচিত্র প্রদর্শন করা হয়। এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।