শ্রীবরদীতে ইয়াবাসহ শিক্ষক আটক
স্টাফ রিপোর্টার::
শেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ইয়াকুব আলী ওরফে সবুজ (৩৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষককে ইয়াবাসহ আটক করেছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৮টা দিকে শেরপুর পৌরসভার উপকণ্ঠ মোবারকপুর মহল্লায় এ ঘটনা ঘটে। এসময় ওই শিক্ষককের নিকট থেকে ৫২ পিছ ইয়াবা পাওয়া যায়। ধৃত ইয়াকুব আলী ওরফে সবুজ শ্রীবরদী উপজেলার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) হাসিবুল হাসান, এসআই ইউসুফ, এএসআই আঃ মজিদ, শামীম সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাত ৮টার দিকে শেরপুর পৌরসভার মোবারকপুর এলাকায় মোহাম্মদ আলীর ইটভাটার পার্শ্বে অভিযান চালায়। এসময় শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর নতুন মসজিদ বংশীবাড়ী এলাকার বাসিন্দা জহুরুল হকের ছেলে শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইয়াকুব আলী ওরফে সবুজ কে ৫২ পিস ইয়াবা সহ আটক করা হয়।
এছাড়াও অপর মাদক ব্যবসায়ী শেরপুরের সজবরখিলা মহল্লার ডাঃ আঃ কুদ্দুস এর ছেলে আফজাল হোসেন ওরফে নয়নের (৪২) কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশের দল।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) মোঃ মোখলেছুর রহমান মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত মাদক ব্যবসায়ীদের নামে শেরপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।