শেরপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

স্টাফ রিপোর্টার:
কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্যগণের স্মরণে শেরপুর পুলিশ লাইনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, নিরবতা পালন, আলোচনা সভাসহ নানা কর্মসুচির মধ্য দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে জেলা পুলিশের আয়োজনে শহরের অষ্টমীতলা পুলিশ লাইনে পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌসের সঞ্চালনায় বক্তব্য রাখেন কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্য সার্জেন্ট আহাদের ভাই সাংবাদিক এমএ হাকাম হীরা, আরতি রানী দাস প্রমুখ। এছাড়া, সিনিয়র সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ি সার্কেল) জাহাঙ্গীর আলম, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ্, নালিতাবাড়ি থানার ওসি বছির আহমেদ বাদল, ও ঝিনাইগাতী থানার ওসি আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য পুলিশ কর্মমর্তা ও কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্যদের স্বজনরা উপস্থিত ছিলেন। এনসয় জেলা পুলিশের পক্ষ থেকে কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্যদের পরিবারের মাঝে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইল্ট্রেনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেসকনফারেন্স করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, পিপিএম।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend