শ্রীবরদী পুলিশের করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে জেলা পুলিশের পক্ষ থেকে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার জুম’আর নামাজের পর ঝগড়ারচর বাজার জামে মসজিদে মুসুল্লি ও সাধারন জনতার মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার আইইডিসিআর-এর হটলাইন নম্বর সম্বলিত এ লিফলেট বিরতণ করেন। একই সময়ে উপজেলার বিভিন্ন মসজিদে পুলিশের বিভিন্ন সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত থেকে ওই লিফলেট বিতরণ করেন।
ঝগড়ারচর বাজার জামে মসজিদে মুসুল্লি ও সাধারন জনতার মাঝে লিফলেট বিতরণ কালে ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নোভেল করোনা ভাইরাসে সংক্রমিত রোগী সনাক্ত হয়েছে। এতে আতংকিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস থেকে সংক্রমিত হওয়ার আগেই আমাদেরকে সচেতন হতে হবে। কারণ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। তিনি আরো বলেন, জেলা পুলিশের নির্দেশনায় শ্রীবরদী থানা পুলিশ, কমিউনিটি পুলিশিং সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় উপজেলার ৮৪টি মসজিদে করোনা ভাইরাস প্রতিরোধ শীর্ষক করনীয় লিফলেট বিতরণ করা হয়েছে।