শ্রীবরদীতে হোম কোয়ারেন্টাইন পর্যবেক্ষণ

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে হোম কোয়ারেন্টাইন পর্যবেক্ষণ করেছে উপজেলা প্রশাসন। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রবাস ফেরত বাংলাদেশী ও করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন ব্যাক্তিদের জন্য ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যমূলক করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি আগত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন পর্যবেক্ষণ করা হয়। এসময় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি ও তাদের পরিবারের অন্যান্য সদস্যদের সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। পরে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান, এসআই আলমগীর হোসেন প্রমুখ। হোম কোয়ারেন্টাইন পর্যবেক্ষণের সময় ইউএনও নিলুফা আক্তার বলেন, করোনা ভাইরাস থেকে সংক্রমণ রোধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। বিদেশ থেকে কেউ দেশে আসলে অবশ্যই তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতার কোন বিকল্প নেই। অযথা বাজারে ঘুরাঘুরি না করে সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৬ টার পর সকল ‘চা’ স্টল এবং সকল গবাদি পশুর হাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন এনজিও সমূহের মাসিক ও সাপ্তাহিক কিস্তি আদায় আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। অপরদিকে শ্রীবরদী থানা পুলিশের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তৈরি করতে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend