শ্রীবরদীতে হোম কোয়ারেন্টাইন পরিদর্শন করলেন পুলিশ সুপার আশরাফুল আজীম
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তিদের ও শ্রীবরদী থানা পরিদর্শন করেছেন শেরপুর জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম। সারা দেশের ন্যায় শ্রীবরদী উপজেলায় বিদেশ ফেরত ব্যাক্তিদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইন পরিদর্শন এবং ওইসব ব্যাক্তি ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন জেলা পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোখলেছুর রহমান, শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, ওসি (তদন্ত) বন্দে আলী প্রমুখ।
এবিষয়ে জেলা পুলিশ সুপার কাজী আশরাফ আজীম (পিপিএম) বলেন, করোনা ভাইরাস নিয়ে অহেতুক আতংকিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরত ব্যাক্তিদের সবসময় নজরদারিতে রাখা হয়েছে। করোনা ভাইরাস নিয়ে কেউ গুজব সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।