শ্রীবরদীতে করোনা ভাইরাসের বিস্তার রোধে সততা সংগঠনের জীবাণুনাশক স্প্রে

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে করোনা ভাইরাসের বিস্তার রোধে খামারিয়াপাড়া সততা সংগঠনের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন দোকনে এবং বাজারে চলাচলরত রিকশা সহ যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। বুধবার বিকালে সততা সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা শাখার সাধারন সম্পাদক আসাদুজ্জামান প্রিন্সের সহযোগিতায় জীবাণুনাশক স্প্রে করা হয়। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে খামরিয়া পাড়া সততা সংগঠনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতনমহল। এসময় সঙ্গে ছিলেন, সততা সংগঠনের সভাপতি মেরাজ উদ্দীন চৌধুরী উজ্জল, সাধারন সম্পাদক কবির হোসেন, সদস্য উজ্জল, রায়হান, নাজমুল হোসেন প্রমুখ।

সততা সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা শাখার সাধারন সম্পাদক আসাদুজ্জামান প্রিন্স বলেন, বাজারের বিভিন্ন দোকান ও যানবাহনে আমাদের পক্ষ থেকে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। করোন ভাইরাসের বিস্তার ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। প্রত্যককে নিজ নিজ বাড়ির আশেপাশের ময়লা ও অপরিচ্ছন্ন জায়গায় স্ব উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করে পরিচ্ছন্ন করতে হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend