শ্রীবরদীতে সামাজিক দূরত্ব বজায় রাখতে তৎপর পুলিশ
তাসলিম কবির বাবু, স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে এবং জনসমাগম ঠেকাতে তৎপর রয়েছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার বিভিন্ন বাজারে জনসমাগম ঠেকাতে ও সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা জন্য বাজারে আগত লোকজনদের সচেতন থাকার পরামর্শ দেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন বলেন, করোনা ভাইরাসে যে কেউ সংক্রমিত হতে পারে। আমাদের পরিবারের কথা চিন্তা না করে আপনাদের নিরাপত্তার জন্য আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি। সবাইকে নিজ থেকে সচেতন হতে হবে। আল্লাহর অশেষ রহমতে এখনো অনেক ভালো আছি। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতার কোন বিকল্প নাই। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। দেশে ও জনগণের স্বার্থে সবাইকে সরকরি নির্দেশনা মেনে চলতে হবে। করোনা ভাইরাস নিয়ে কেউ গুজব সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, ওসি (তদন্ত) বন্দে আলী, রানীশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, এসআই রুকন উদ্দিন প্রমুখ।