শ্রীবরদীতে হতদরিদ্রদের বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ ও জনসচেতনতা কার্যক্রম
তাসলিম কবির বাবু, স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাসের সংক্রমণ ঠোকাতে নিরবিচ্ছিন্ন ভাবে মাঠে কাজ করছে শ্রীবরদী উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা মোতাবেক সবাইকে ঘরে রাখতে নজরদারি চালিয়ে যাচ্ছে প্রতিদিন। পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন নিয়ে সাধারন জনগণকে সচেতন করতে বিভিন্ন বাজার, মহল্লায় কাজ করছেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুর আহসান। এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। সোমবার বিকালে সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে শ্রীবরদী পৌর বাজারে অভিযান চালিয়ে ১ হাজার টাকা এবং ভায়াডাঙ্গা বাজার থেকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপশি বাজারে আগত সাধারন লোকজনদেরকে সতর্ক করা হয়। অপরদিকে নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষগুলোর বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান। করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে অসহায়-হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিরতণ করা হয়।
বিতরণকালে বিভিন্ন ইউনিয়নে দায়িত্ব পালন করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আহম্মেদ আকন্দ, রানীশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, ভেলুয়া ইউপি চেয়ারম্যান মিঞা মো. মিজানুর রহমান প্রমুখ।
সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান বলেন, করোনা ভারাসের কারণে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় নি¤œ আয়ের মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। তাই হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে সরকারি সহায়তা বিতরণ করছে উপজেলা প্রশাসন। তিনি আরো বলেন, সচেতন থাকুন, সচেতন করুন। বিনা কারনে ঘর থেকে ঘর থেকে বাইরে বের হওয়া পরিহার করুন। জুরুরী প্রয়োজনে বাইরে বের হলেও ভিড় এড়িয়ে চলুন। ঘন ঘন সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই।