করোনা সংক্রমণ মোকাবেলায় প্রস্তুতি জানতে শ্রীবরদী হাসপাতালে সেনাবাহিনী
তাসলিম কবির বাবু, স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাসের সংক্রণ মোকাবেলায় প্রস্তুতি জানতে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সেনাবাহিনী টহল দল। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল ঘাটাইল সেনানিবাসের টহল টিমের আর্মি মেডিকেল কোর-এর চিকিৎসক ক্যাপ্টেন ডা: তাজবীর আহম্মেদের নেতৃত্বে হাসপাতালের করোনা ওয়ার্ড পরিদর্শন করেন। পরিদর্শনকালে করোনা প্রতিরোধ সংক্রান্ত প্রস্তুতির বিস্তারিত অবগত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরওএম ডা. সৈয়দ আলী আহাদ, মেডিকেল অফিসার ডা. শাহনেওয়াজ নোমান, উপসহকারি কমিউনিটি মেডিকল অফিসার শামিম মিয়া, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান, স্বাস্থ্য ইনচার্জ মোজাম্মেল হক প্রমুখ।
পরে করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য সাধারন জনগণকে উৎসাাহিত করতে সেনা সদস্যরা উপজেলার বিভিন্ন হাট-বাজার ও সম্ভাব্য গণজমায়েত স্থলে প্রচারাভিযান করেছেন। এছড়াও করোনা ভাইরাস নিয়ে অহেতুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য পরিবেশন না করা, গুজন না রটানো, আতংক সৃষ্টি না করা, হাটবাজারে ঔষুধ ও নিত্যপ্রয়োজনীয় দোকানপাট ব্যাতিত অন্যান্য দোকানপাট বন্ধ রাখা, ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক, হাতে গ্লাভস ব্যবহার করা, করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করাসহ সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়।