শ্রীবরদীতে পুলিশের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ও জনসচেতনতা কার্যক্রম
তাসলিম কবির বাবু, স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদী পৌর শহরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক প্রচারণা ও জীবানুনাশক স্প্রে প্রয়োগ করা হয়েছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকে সংক্রমণ রোধে পুলিশ বিভিন্ন হাট-বাজারে সামাজিক দুরত্ব বজায় রাখা, গণজমায়েত ঠেকানো ও জনসচেতনতা সৃষ্টি করতে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে চলছে। এরই ধারাবাহিকতায় ২ এপ্রিল বৃহস্পতিবার বিকালে শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে পৌর বাজারের বিভিন্ন অলি-গলি, যানবাহন এবং পথচারীদের মাঝে জীবাণুনাশক স্প্রে প্রয়োগ করা হয়। এসময় তিনি বলেন, করোনা ভাইরাসে যে কেউ সংক্রমিত হতে পারে। সংক্রমণ রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পরিবারের স্বার্থে ও দেশের কল্যাণে সরকারি বিধি-নিষেধ মেনেই আমাদের আত্মবিশ্বাস বাড়াতে। আত্মবিশ্বাস থাকলে পৃথিবীতে কোনকিছুই অসাধ্য নয়। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতার কোন বিকল্প নাই। তিনি আরো বলেন, প্রয়োজন ছাড়া কোন অবস্থাতেই ঘরের বাইরে বের হওয়া যাবে না। করোনা ভাইরাস নিয়ে কেউ গুজব সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, ওসি (তদন্ত) বন্দে আলী, পৌর মেয়র আবু সাইদ, কাউন্সিলর আনিসুজ্জামান, এসআই রুকন উদ্দিন, খোরেশদ, আলমগীর, আজিজুল প্রমুখ। জীবাণুনাশক স্প্রে প্রয়োগে পুলিশের সাথে সহযোগিতা করে সামাজিক সংগঠন লোকাল বয়েজের কিছু সদস্য।