শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করল উপজেলা প্রশাসন
তাসলিম কবির বাবু, স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে সীমান্তাবর্তী ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজনদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে প্রচারপত্র বিলি করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকল থেকে সন্ধ্যা পর্যন্ত সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান উপজেলার সীমান্তবর্তী মেঘাদল, রাঙ্গাজান, বালিজুড়ি সহ বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে করনীয় শীর্ষক প্রচারপত্র বিলি করেন। এসময় ওই এলাকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ স্থানে করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে তথ্য সংবলিত নির্দেশনা ও পরামর্শমূলক ব্যানার, ফেস্টুন টানানো হয়।
সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান বলেন, বর্তমানে বাংলাদেশ করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশনের ঝুঁকিতে রয়েছে। তাই সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পারলেই এই ঝুঁকি কমানো সম্ভব। করোনা ভাইরাস সংক্রমণ রোধে ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সাধারন মানুষদের কাছে প্রচারপত্র দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, আতংকিত না হয়ে সচেতনতার মাধ্যমেই করোনা প্রতিরোধ করা সম্ভব। সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী যৌথভাবে মাঠে প্রতিদিনই কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়াও গণজমায়েত ঠেকাতে উপজেলার বিভিন্ন হাট-বাজার মনিটরিং করা হয়।