শ্রীবরদীতে সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ
তাসলিম কবির বাবু, স্টাফ রিপোর্টার:
শেরপুরর শ্রীবরদীতে খরিপ-১/২০২০-২১ মৌসুমে উফশী আউশ ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীবরদী বাস্তবায়নে কৃষি অফিস চত্বরে উপজেলার ৫শ ৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও ধান বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম শাহজাহান কবির, এসএপিপিও সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলার ৫শ ৪০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।