শ্রীবরদীতে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়
তাসলিম কবির বাবু, স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জরিমান আদায় করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খঞ্চেপাড়া বাজারে দুই ওষুধ ব্যবসায়ীর নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালন করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুর আহসান।
জানা যায়, কাকিলাকুড়া ইউনিয়নের খঞ্চেপাড়া বাজারের কিছু অসাধু ঔষুধ ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ বিক্রি করে গ্রাহকদের প্রতারিত করে আসছে। এমন খবরে প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুর আহসান। এসময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হক মেডিসিন কর্ণারের মালিক আমিনুল ইসলাম সুজাকে ১০ হাজার এবং সোহাগ মেডিকেলের মালিক জুয়েলের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৬ টার পর মুদি দোকান খোলা রাখার দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুর আহসান বলেন, জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।