দত্তপুকুর, কলকাতা থেকে বলছি !

দত্তপুকুরে যদি আপনার চেনা জানা কেউ থাকে যার এই সময় খাওয়ার কোন কষ্ট হচ্ছে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।
আমরা আমাদের সাধ্য মতোন খাবার দেবার চেষ্টা করবো। আমরা চাই দত্তপুকুরের একজন মানুষ ও যেন এইসময় অভুক্ত না থাকে।
আমরা সম্পূর্ণ চেষ্টা করছি এই মহামারিতে সবাই কে ভালো রাখার। আপনারাও এগিয়ে আসুন।
কেউ যদি কোনরকম খাবার বা আর্থিক সহায়তা করতে চান তাহলে আমাদের BHIM UPI, Phone pay, Google pay, Amazon pay, Paytm করতে পারেন 7003415409 ।
