শ্রীবরদীতে করোনা আক্রান্ত রোগী সুস্থ: হাসপাতাল থেকে বাড়িতে
স্টাফ রিপোর্টার:
শেরপুরে শ্রীবরদীতে করোনা আক্রান্ত রোগী খোদেজা বেগম (৫০) সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। তিনি ছিলেন শ্রীবরদী উপজেলায় করোনা আক্রান্ত প্রথম রোগী। সে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির এক কর্মচারী। তিনি শ্রীবরদী পৌর শহরের সাতানি শ্রীবরদী (শান্তিবাগ) মহল্লার বাসিন্দা। ১২ দিন শেরপুর জেলা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন থাকার পর ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ছাড়পত্র দেওয়া হয়। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অপর একজন রোগী শেরপুর সদরের মধ্যবয়রা এলাকার শাহিনা বেগম (৩২)।
বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ এসব তথ্য নিশ্চিত করেন। এ প্রতিনিধিকে তিনি বলেন, ওই নারীই বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে তাঁদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর ওই নারী প্রায় অভিন্ন ভাষায় সাংবাদিকদের বলেন, করোনায় আক্রান্ত হলেও তাঁরা মনোবল হারাননি। হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেয়েছেন। চিকিৎসকেরাও সবসময় তাঁদের খোঁজ-খবর নিয়েছেন।
উল্লেখ্য গত ৫ এপ্রিল ওই নারী করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে জেলা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।