শ্রীবরদীতে হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করল ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ
স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাসের প্রভাবে স্থবির হয়ে পড়েছে সারাদেশ। কলকারখানা, গণপরিবহণ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবি মানুষগুলো। সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি অনেকেই ব্যাক্তিগত উদ্যোগে অসহায়, কর্মহীন পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা বিরতণ করছেন। শ্রীবরদী পৌরসভার প্রান্তিক, হতদরিদ্র, কর্মহীন রিক্সা, ভ্যান, অটোরিক্সা ও সিএনজি চালক পরিবারের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ করেছেন শ্রীবরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ। সামাজিক দূরত্ব বজায় রেখে শুক্রবার বিকালে শ্রীবরদী সরকারি কলেজ মাঠ, সরকারি নার্সারী মাঠ এবং জুয়েল একাডেমিক স্কুল মাঠে প্রায় ৪ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, তেল বিতরণ করা হয়। এছাড়াও পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরো ৮ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করবেন ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জুয়েল একাডেমিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এম.এ সাত্তার বাবু, লোকাল বয়েজের প্রতিষ্ঠাতা পরিচালক এ.জেড রুমান, ব্যবসায়ী এহছানুল হক মিনাল, সাইফুল ইসলাম সুমন, সোহেল, আসাদুজ্জামান, আরিফুল ইসলাম ও নিরব হাসান এলাহী প্রমুখ।
জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন সেবামূলক কাজ করছেন তিনি। সাধ্যমতো গরীব অসহায়দের সহযোগিতা করছে চলছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ বলেন, করোনা ভাইরাসের প্রভাবে সারা দেশ থমকে গেছে। থেমে গেছে জনজীবন। কর্মহীন হয়ে পড়েছে অসংখ্যা মানুষ। সেসব দুুঃস্থ, দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস। যতদিন বেঁচে থাকবো মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবো। তিনি আরো বলেন, করোনা বিস্তার রোধে সচেতনতার কোন বিকল্প নেই। সবাই পরিবার নিয়ে ঘরে থাকুন। ঘরে থাকলেই, নিরাপদ থাকবেন।