শ্রীবরদীতে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছে ২য় শ্রেণির শিক্ষার্থী
তাসলিম কবির বাবু, স্টাফ রিপোর্টার:
শেরপুরে শ্রীবরদীতে করোনা আক্রান্ত ২য় শ্রেণির শিক্ষার্থী তৌহিদ (১০) সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছে। সে শ্রীবরদী উপজেলায় করোনা আক্রান্ত প্রথম রোগী খোদেজা বেগমের নাতি। শ্রীবরদী পৌর শহরের সাতানি শ্রীবরদী (শান্তিবাগ) মহল্লার বাসিন্দা। ১০ দিন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন থাকার পর ১৮ এপ্রিল শনিবার দুপুরে ছাড়পত্র দেওয়া হয়। এছাড়াও গত ১৬ এপ্রিল শ্রীবরদীর করোনা সনাক্ত প্রথম রোগী খোদেজা বেগম (ওই শিক্ষার্থীর দাদি) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
এ প্রতিনিধিকে তিনি বলেন, গত ৯ এপ্রিল ২য় শ্রেণির শিক্ষার্থী তৌহিদ করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। আমাদের ডাক্তারগণ, নার্স ও অন্যান্য স্টাফ সার্বক্ষণিক ওই শিশুকে দেখাশুনা করেছে। সর্বশেষ দুইটি পরীক্ষায় তার কোভিড-১৯ পরীক্ষা নেগেটিভ এসেছে। করোনা মুক্ত হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ওই শিশু ও তার দাদি করোনা মুক্ত হয়ে বর্তমানে শারীরিকভাবে সুস্থ রয়েছে।