শ্রীবরদীতে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা উদ্বোধন
স্টাফ রিপোর্টার:
করোনার কারণে যখন শ্রমিক সংকট, তখন শেরপুরের শ্রীবরদীতে কৃষকদের চিন্তার অবসান ঘটিয়ে কম্বাইন হারভেস্টার দিয়ে আনুষ্ঠানিকভাবে বোর ধান কাটা উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের সহায়তা কম্বাইন্ড হারভেস্টার ভর্তুকি মূল্য দিয়ে এনেছেন পৌর মহল্লার আইয়ূব আলী। মঙ্গলবার সকালে মুথরাদী গ্রামের কৃষক নাজমুল হাসান শামীমের জমিতে বোরো ধান কাটা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন শেরপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহিত কুমার দে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবু সাইদ, কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম শাহজাহান কবির ও নুসরাত জাহান, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম মোস্তফা, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান ফকরুজ্জামান সেলিম প্রমুখ। কৃষক নাজমুল হাসান শামীম বলেন, বর্তমানে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কাটা অনেক সহজ। এটার মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ও কম সময়ে ধান কেটে ঘরে তুলা যায়।
শেরপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহিত কুমার দে বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, কৃষকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধান বীজ বিতরণ করেছেন। শ্রীবরদী উপজেলায় এবার ১৭ হাজার ৮০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের কারনে শ্রমিক সংকট থাকায় কৃষকদের কথা চিন্ত করে সরকার ভর্তুকি দিয়ে ধান কাটার যান্ত্রিক মেশিন কৃষকদের কাছে পৌছে দিয়েছে। কৃষকরা কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে নির্বিঘেœ ধান কেটে ঘরে তুলতে পারবে।
উল্লেখ্য যে, এই কম্বাইন হারভেস্টার দিয়ে প্রতি একর জমির ধান কাটতে খরচ হবে সাড়ে ৪ থেকে ৫ হাজার টাকা। যোগাযোগ: ফকরুজ্জামান সেলিম। মোবাইল: ০১৭২৪-০৭২০৪২।