করোনা সচেতনতায় শেরপুর জেলা তথ্য অফিসের প্রচার প্রচারণা অব্যাহত

করোনা সচেতনতায় শেরপুর জেলা তথ্য অফিসের প্রচার প্রচারণা অব্যাহত

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষে শেরপুর জেলা তথ্য অফিস, ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় জেলা ব্যাপী বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা শহরসহ পাঁচটি উপজেলার সকল ইউনিয়নের প্রায় অধিকাংশ গ্রামগঞ্জে ও হাট-বাজারে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় করণীয় বিষয়ে মাইকিং এর মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করছে । করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, বাড়িতে অবস্থান করা, গণজমায়েত না হওয়া, হোম কোয়ারান্টাইনসহ বিভিন্ন সচেতনতামূলক বার্তা, লিফলেট বিতরণ এবং জেলা প্রশাসন কর্তৃক জারীকৃত গণবিজ্ঞাপ্তিসমূহ মাইকিং এর মাধ্যমে এ প্রচারকাজ চলমান রয়েছে। ফলে জেলার মানুষের মাঝে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে জনসচেতনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত জানান, জেলা শহরসহ পাঁচটি উপজেলায় করোনাভাইরাসের সচেতনামূলক বার্তা সম্বলিত ডিসপ্লেবোর্ড স্হাপন করা হয়েছে এবং ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে স্থানীয় বিভিন্ন চ্যানেলে বার্তাগুলো প্রচারিত হচ্ছে। তিনি আরও জানান করোনা পরিস্থিতি মোকাবেলায় শেরপুর জেলা তথ্য অফিসের প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend