শ্রীবরদীতে হতদরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

শ্রীবরদীতে হতদরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া শেরপুরের শ্রীবরদীতে অসহায়, হতদরিদ্র সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিরতণ করা হয়েছে। সোমবার বিকালে শেরপুর জেলা পরিষদের পক্ষ থেকে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চানের সহযোগিতায় রানীশিমুল ইউনিয়নের হিন্দু পাড়া এলাকায় ওইসব সনাতন ধর্মাবলম্বী ৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি সুশান্ত কুমার সোম মনা, সাধানর সম্পাদক দীলিপ কুমার বিশ্বাস প্রমুখ।

শেরপুর জেলা পরিষদের পক্ষ থেকে দেয়া এসব উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ডাল, তেল, লবণ ও আলু। পর্যায়ক্রমে জেলা পরিষদের পক্ষ থেকে কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend