শ্রীবরদীতে কেন্দ্রীয় নেতার অংশগ্রহণে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়কের নেতৃত্বে অসহায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কোভিড-১৯ নোবেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশও আজ বিপর্যস্ত হয়ে পড়েছে। করোনা মোকাবেলায় বিভিন্ন জেলা-উপজেলায় লকডাউন থাকার কারনে শ্রমিক সংকটে পড়েছে স্থানীয় কৃষকরা। এ সময় খাদ্য সংকট মোকাবেলায় বোরো মৌসুমে পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়ার মাধ্যমে কৃষকের পাশে দাঁড়াতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগ কে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুসারে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহাগের অংশগ্রহণে বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখার সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরামর্শক্রমে শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের মনিটরিং টিম গঠন করা হয়।
মনিটরিং টিমের সিদ্ধান্তক্রমে কেন্দ্রীয় নেতার অংশগ্রহণে শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও মনিটরিং কমিটির অন্যতম সদস্য রনি মোদকের নেতৃত্বে এবং ৭নং ভেলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহযোগীতায় তিনানী ভেলুয়া গ্রামের প্রান্তিক হতদরিদ্র কৃষক সুরুজ আলীর ৩৫ শতাংশ জমির পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়া হয়।
ধান কাটার সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আবু সাঈদ হিটলার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম সাহেব, সাবেক ছাত্রলীগ নেতা রাসেল, জুয়েল ও নজরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা জুয়েল আহাম্মেদ, কলেজ ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হানিফা আবু, ফজলুল হক, লিটন সরকার, রেজুয়ান, রুবেল, সোলাইমান, সাইফুল, সাগর, ইয়ারমিন, লালন, মোকাররম, রনি মিয়া, মামুন, মোস্তাকিম, আতিক, রবিন সহ আরো অনেকে।
উল্লেখ্য, শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোদকের নেতৃত্বে ইতোপূর্বে করোনা ভাইরাসের বিস্তার রোধে জীবাণুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম, অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ চলমান রয়েছে। এছাড়াও চলমান শ্রমিক সংকট থাকায় এলাকার অসহায় কৃষকদের ধান কেটে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।