কৃষকের পাশে গোপালগঞ্জ ছাত্রলীগ

মৌমিতা রানী:
বৈশাখ ও জৈষ্ঠ্য মাস কৃষকদের বোরো ধান কেটে ঘরে তোলার মৌসুম। কিন্তু এই বছর করোনা ভাইরাসের ভয়ে মৌসুম ভিত্তিক শ্রমিকরা কাজ করছেন না। এতে কৃষকেরা ধান ঘরে তুলতে বিপাকে পড়ছে।
কীভাবে তারা এ বছর কষ্টের ফসল ঘরে তুলবেন। কৃষকদের বুকফাটা হাহাকার। এমতবস্থায় কৃষকদের আশার আলো দেখান গোপালগঞ্জ ছাত্রলীগকর্মীরা।
গোপালগঞ্জে কিছু ছাত্রলীগকর্মী গ্রীষ্মের এই কাঠফাটা রোদে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কাজে ব্রতী হয়েছেন।
ছাত্রলীগকর্মীদের এমন মহতী উদ্যোগ কৃষকদের মনে আশা জাগিয়ে তুলছে। আর কৃষকের ঘরে উঠছে তার স্বপ্নের সোনালি ফসল। হাসবে কৃষক, বাঁচবে দেশ।