শ্রীবরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন মান উন্নয়নে সরকারি সহায়তা বিতরণ
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ২০১৯-২০২০ অর্থ বছরে সমতলের ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জীবন মান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় শিক্ষা উপবৃত্তি, অগভীর নলকূপ ও স্যানিটারী ল্যাট্রিন বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সিংগাবরুণা ইউনিয়নের বাবেলাকোনায় উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের হলরুমে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
হাড়িয়াকোনা মিশনারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিপুন ম্রং এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা, সিংগাবরুণা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ফখরুজ্জামান, কম্পেশনের ম্যানেজার শোলভ রিছিল, টিডব্লিও’র উপদেষ্টা পা:এলিয় মৃ প্রমুখ।
এসময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দকৃত সহায়তার আওতায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ২৩১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি, হতদরিদ্রদের মাঝে ৫টি অগভীর নলকূপ ও ৪টি স্যানেটারী ল্যাট্রিন বিতরণ করা হয়।