শ্রীবরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঔষুধের দোকানে সুরক্ষা ব্যবস্থা ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঔষুধের দোকানে সুরক্ষা ব্যবস্থা ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
“সামাজিক দূরত্ব বজায় রাখি, করোনা ভাইরাস প্রতিরোধ করি”- এই স্লোগানকে সামনে রেখে বুধবার বিকালে উপজেলা প্রশাসনের পরিকল্পনায় ও শ্রীবরদী কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির বাস্তবায়নে বিভিন্ন ঔষুধের দোকানে সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে পলিথিনের স্তর লাগানো হয়। এছাড়াও বুধবার পৌর শহর ও বটতলা বাজারে স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতনতার লক্ষে পথচারীদের মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, শ্রীবরদী কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি আসাদুজ্জামান আসাদ ও অন্যান্য সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, করোনা ভাইরাস বিস্তার রোধে ক্রেতা-বিক্রেতা উভয়কেই সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। করোনা প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই।