শ্রীবরদীতে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান

শ্রীবরদীতে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে করোনা ভাইরাসে সৃষ্ট মহামারী দুর্যোগ মোকাবেলায় কর্মহীন অসহায় হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বেসরকারি সংস্থা কারিতাসের সুফল-২ প্রকল্পের সাড়াদান কর্মসূচী। শুক্রবার উপজেলার বাবেলাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে কারিতাসের বাস্তবায়নে ও কারিতাস অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া এইড, সিআরএস-এর সহযোগিতায় স্থায়ীত্বশীল খাদ্য ও জীবিকায়ন নিরাপত্তা (সুফল-২) প্রকল্পের অধীনে জীবিকায় ক্ষতিগ্রস্থ অতিদরিদ্র ১শ ৩৮ জন সদস্যদের মাঝে ১ হাজার ৬শ করে টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং।

কারিতাসের সীডস প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সত্তজিত মৃ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা ও ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক মজনু। অনুষ্ঠানে করোনার বর্তমান পরিস্থিতি ও প্রয়োজনীয় দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সুফল-২ প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার সুরঞ্জন রাকসাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান লেবানুস ম্রং, কারিতাসের মাঠ কর্মকর্তা বিকাশ ঘাগড়া, জুনিয়র ফিল্ড এ্যাসিস্ট্যান্ড বিনয় চিশিম প্রমূখ।

এ সময় ওই প্রকল্পের অর্থ পেয়ে কর্ণজোড়া গ্রামের হোসনা বেগম, খারামোরা গ্রামের ফ্লোরা মারাক, লুসিয়া ম্রং ও জোসনা খাতুনসহ হতদরিদ্ররা জানান, তারা করোনার প্রভাবে কর্মহীন। কাজের অভাবে নিয়মিত আয় করতে পারছেন না। এতে অনেক সময় মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। এই দুর্যোগে আর্থিক সহায়তা পেয়ে তাদের জীবন জীবিকার জন্যে খাদ্য সামগ্রী ক্রয় করতে পারবেন। এ সময় কারিতাস অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়ে প্লে-কার্ড প্রদর্শন সহ সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান তারা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend