শ্রীবরদীতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি শিরোনামে ডকোমেন্টারী প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার:
সারাদেশের ন্যায় শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক শেরপুরের শ্রীবরদীতে ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” শিরোনামে ডকোমেন্টারী তৈরী প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে সামাজিক দূরত্ব বজায় রেখে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলার এমপিও ভূক্ত ২৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে বানিবাইদ এ এম পি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান টেংগরপাড়া উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার,সহকারি কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোশারফ হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
এ প্রতিযোগীতা তরুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করেছে।
তাসলিম কবির বাবু, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি, মোবাইল: ০১৭১৫৮১৪৯৮৫, তাং- ০২-০৭-২০২০ইং