শ্রীবরদীতে ব্যাংকার, ব্যবসায়ী ও ইজারাদারদের সাথে মতবিনিময় করল ওসি রুহুল আমিন
স্টাফ রিপোর্টার:
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেরপুরের শ্রীবরদীতে ব্যাংকার, ব্যবসায়ী ও ইজারাদারদের সাথে মত বিনিময় করেছেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার। শনিবার বিকালে থানা প্রাঙ্গণে শ্রীবরদী থানার আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঈদ-উল-আযহা উপলক্ষ্যে করোনা বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান এবং কোরবানী পশুর হাট পরিচালনা করার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য রাখেন ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) বন্দে আলী, এসআই আনোয়ার হোসেন, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও ইজারাদাররা উপস্থিত ছিলেন।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, করোনা মোকেবলায় পুলিশ সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন ঈদ-উল-আযহায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে শ্রীবরদী থানা পুলিশ কঠোর অবস্থানে থাকবে। করোনা বিস্তার রোধে সচেতনতার কোন বিকল্প নাই।