বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ
স্টাফ রিপোর্টার:
‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই’-এ স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ২৭ জুলাই সকালে পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয় চত্বর ও ২৮ জুলাই মঙ্গলবার সকালে নবারুণ পাবলিক স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল নোমান। এ সময় ফলজ, বনজ ও বিভিন্ন ঔষধি গাছ রোপন করা হয়। বৃক্ষরোপণ কালে রাসেল নোমান বলেন, পরিবেশের ভারমাস্য রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ রক্ষার স্বার্থে আমাদের বেশি করে গাছ লাগানো উচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করতে পেরে আমরা গর্বিত।
বৃক্ষরোপণের সময় আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়, নবারুন পাবলিক স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ রাশেদুল ইসলাম প্রমুখ।