শ্রীবরদীতে শিশু পরিবারের জন্য জুরুরী খাদ্য রিলিপ বিতরণ
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প- বাবেলাকোনা বিডি-০৪২৪ এর উদ্যোগে শিশু পরিবারের জন্য জরুরী খাদ্য রিলিপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প- বাবেলাকোনা বিডি-০৪২৪ এর আয়োজনে বাবেলাকোনা সিডিএসপি অফিস প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে ২১৮ জন শিশুর পরিবারের জন্য খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য বিতরণের সময় উপস্থত ছিলেন, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প- বাবেলাকোনা বিডি-০৪২৪ এর লোকাল সেন্টার কমিটির চেয়ারম্যান মি. ক্লেনসন থিগিদি, প্রকল্প ব্যবস্থাপক মি. সুলভ রিছিল, প্রকল্পের সি.ডি.ডব্লিও জীবন ¤্রং, দায়ুদ চিসিম প্রমুখ। এসময় প্রকল্প ব্যবস্থাপক মি. সুলভ রিছিল বলেন, মহামারি করোনা ভাইরাসের সময় প্রত্যেক শিশুর অভিভাবকদের সচেতন হওয়া উচিত। যেন প্রত্যেক শিশু নিরাপদে থাকতে পারে। করোনার বিস্তার রোধে সচেতনতার বিকল্প নাই।
উল্লেখ্যা প্রকল্পের পক্ষ থেকে ২১৮ জন শিশুর জন্য পরিবারের সদস্যদের কাছে ১৪ কেজি চাল, ৪ কেজি আলু, দেড় কেজি মসুর ডাল, সয়াবিন তেল, ২টি সাবান ও মাস্ক বিতরণ করা হয়। প্রকল্পের পক্ষ থেকে জুরুরী খাদ্য রিলিপ বিতরণ অব্যাহত থাকবে।