সাদিয়ার বাড়িতে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে আওয়ামী লীগ নেতার স্ত্রীর নির্যাতনে মৃত গৃহকর্মী শিশু সাদিয়া পারভিনের (১০) বাড়ি পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার মুন্সিপাড়ায় গ্রামে হতদরিদ্র সাদিয়ার বাবা-মা’র সাথে কথা বলেন পুলিশ সুপার।তিনি পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন। এ সময় নির্যাতনে মৃত্যু মামলার বিভিন্ন বিষয়ে সাদিয়ার বাবা সাইফুল ইসলামের সাথে কথা বলেন। পরে সাদিয়ার পরিবারের সদস্যদের হাতে তুলে দেন উপহার সামগ্রী।
এসময় উপস্থিত ছিলেন জেলা ডিবি’র ওসি মোখলেছুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, ওসি (তদন্ত) বন্দে আলী প্রমুখ। উল্লেখ্য যে, আওয়ামী লীগ নেতা শাকিলের স্ত্রী রুমানা জামান ঝুমুরের নির্যাতনে আহত হয়ে গত ২৬ সেপ্টেম্বর শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় সাদিয়া। প্রায় ২৮ দিন চিকিৎসার পর গত ২৩ অক্টোবর বিকালে মারা যায় গৃহকর্মী সাদিয়া। এ ব্যাপারে সাদিয়ার বাবা সাইফুল ইসলাম বাদী মামলা দায়ের করলে পুলিশ ঝুমুরকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগ নেতা শাকিলের স্ত্রী ঝুমুর জেলা কারাগারে রয়েছে।