শ্রীবরদীতে স্বাস্থ্য সেবা ও নবজাতকের পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
শিশু ও মাতৃমৃত্যুর হার রোধে প্রসব পূর্ববর্তী ও প্রসব পরবর্তী স্বাস্থ্য সেবা এবং নবজাতকের পরিচর্যা বিষয়ে শেরপুরের শ্রীবরদীতে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ২ দিন ব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহনেওয়াজ নোমান।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ডা. সৈয়দা তোহরা তুজ আলম, ডা. শাহনাজ কবির, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান, স্বাস্থ্য ইনচার্জ মোজাম্মেল হোসেন মানিক সহ ১০টি ইউনিয়নের ৩০ জন গর্ভবতী মহিলা অংশগ্রহণ করেন।