বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীবরদী শাখার উদ্যোগে খেলাপী ঋণ গ্রহীতাদের সাথে দ্বি-পাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ কৃষি ব্যাংক, শ্রীবরদী শাখায় নবান্ন উৎসব উপলক্ষ্যে খেলাপী ঋণ গ্রহীতাদের সাথে দ্বি-পাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ঋণ আদায় ও বিতরণ কার্যক্রম শুরু হয়। ১৭ নভেম্বর সকাল ১০ টায় বাংলাদেশ কৃষি ব্যাংক, শ্রীবরদী শাখায় খেলাপী ঋণ গ্রহীতাদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক জামিল আহমদ। এসময় বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীবরদী শাখার খেলাপী ঋণ গ্রহীতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ”সরকার ঘোষিত সহজ শর্তে প্রণোদনা ঋণ ৪% সুদ সুবিধা প্রদান করেছেন। তাই আপনারা দ্রুত খেলাপী ঋণ পরিশোধ করুণ।” তিনি আরো বলেন, খেলাপী ঋণ ব্যাংক তথা সামগ্রিকভাবে সরকারের জন্য বোঝা। তাই খেলাপী ঋণ দ্রুত পরিশোধ করে নতুন ঋণ গ্রহণ করুন। পাশাপাশি নতুন উদ্যোক্তাদেরকে প্রণোদনা ঋণ গ্রহণ করার পরামর্শ দেন।

Exif_JPEG_420

এছাড়াও ঋণ গ্রহণ করায় কোন ধরনের অসহযোগিতার সম্মুখীন হলে সরাসরি শাখা ব্যবস্থাপক, সিআরএম শেরপুর, প্রয়োজনে বিভাগীয় কার্যালয় ময়মনসিংহ’তে অবহিত করার পরামর্শ দেন।

নবান্ন উৎসবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক শেরপর অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক সুভাষ চন্দ্র সাহা, শ্রীবরদী শাখার ব্যবস্থাপক মো. খোরশেদ আলম প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend