শ্রীবরদীতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান॥ জরিমানা আদায়
স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ১৮ নভেম্বর বুধবার বিকালে উপজেলার ঝগড়ারচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান। এসময় ঝগড়ারচর বাজারে মাস্ক পরিধান না করার অপরাধে ৩ জনের কাছ থেকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।
স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গরু হাট এলাকায় মাস্ক পরিধান করার জন্য মাইকিং করা হয়। পরে ঝগড়ারচর বাজারের তকদীর হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান বলেন, করোনা বিস্তার রোধে সরকারি বিধি অনুযায়ী মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক পরিধান নিশ্চিত করতে শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। করোনা মোকাবেলায় সচেতনতার বিকল্প নাই।