গণতন্ত্র বিজয় দিবসের মঞ্চে আ’লীগ সম্পাদকের অপসারণ দাবি

স্টাফ রিপোর্টার: 

Block Title

Title

Short Description

গণতন্ত্রের বিজয় দিবসের মঞ্চে শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের অপসারণ দাবি তুলেছেন বক্তারা। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে শহীদ মিনার চত্তরে গণতন্ত্র বিজয় দিবসের আনন্দ মিছিল শেষে সমাবেশ ও আলোচনা সভায় এ দাবি তুলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ মতিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি জয়ন্ত কুমার দত্ত, সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, মেয়র আবু সাইদ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শাহীদ উল্লাহ শাহী, আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ আলী লাল, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফেরদৌস আলী। সভায় গণতন্ত্রের বিজয় দিবসের নানা দিক তুলে ধরে বক্তব্যের এক পর্যায়ে বক্তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন বিগত পৌরসভা ও ইউনিয়ন কমিটি গঠনে নানা অনিয়ম দুর্নীতি করে কমিটি গঠন করেছেন। বর্তমানে পৌরসভা নির্বাচনে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তৃনমূলের ভোটের মাধ্যমে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা কেন্দ্রে পাঠান। এতে অগ্রহণ যোগ্য প্রার্থীকে বিজয়ী দেখানো হয়েছে বলে বক্তারা এর তীব্র নিন্দা ও সমালোচনা করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের অপসারণ দাবি করেন। এমনকি ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে হাইব্রীড ও অনুপ্রবেশকারীদের নিয়ে কমিটি গঠনের প্রতিবাদ করে দ্রুত উপজেলা আওয়ামীলীগের কমিটি ভেঙ্গে কাউন্সিল করার আহবান জানান। এ ব্যাপারে সকল অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন এ প্রতিনিধিকে বলেন, দলের ভাবমূর্তী ক্ষুন্ন করার জন্য পৃথক মিটিং করে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। এটা দলীয় শৃংখলা পরিপন্থি।


সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাতিহাটি ইউনিয়ন আওযামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আসাদউল্লাহ বিল্লাল, কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, গড়জরিপা ইউনিয়নের সাধারণ সম্পাদক হাছানুজ্জামান আহসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল আলম রিপন, নজরুল ইসলাম, তাতি লীগের আহবায়ক হেলাল উদ্দিন খালেদ হাসান হিপুল, প্রমূখ। সমাবেশে সার্বিক সহযোগিতা করেন উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ ও তাতিলীগ। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহণ করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend