শ্রীবরদীতে কৃষি কর্মকর্তার নিজস্ব অর্থায়নে কৃষকদের মাঝে মালচিং পেপার বিতরণ
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদারের নিজস্ব অর্থায়নে কৃষকদের মাঝে বিমানূল্যে মালচিং পেপার বিতরণ করা হয়েছে। ১৯ জানুয়ারী (মঙ্গলবার) বিকালে কৃষি অফিস চত্ত্বরে হার্ভেস্ট প্লাস-বিংস প্রকল্পের অন্তর্ভূক্ত আদর্শ বীজতলা তৈরিতে শ্রেষ্ঠ পাঁচজন কৃষকের মাঝে ১২ শত টাকা মূল্যের মালচিং পেপার তুলে দেওয়া হয়। এছাড়াও নগদ ২শ টাকা পুরস্কার প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিস শ্রীবরদী সূত্রে জানা যায়, যারা লাইন, লোগো এবং পার্চিং পদ্ধতি অনুসরণ করে ধানের চারা রোপণ করলে পরবর্তীতে প্রণোদনা ও পূনর্বাসন তালিকায় অগ্রাধিকার দেওয়া হবে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার বলেন, নতুন প্রযুক্তি পেয়ে কৃষক খুশি। তারা মালচিং পেপার ব্যবহার করে সবজি চাষ করবে। এই প্রযুক্তি খুব শীঘ্রই শ্রীবরদীতে জনপ্রিয় হয়ে উঠেবে।