রচনা প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শ্রীবরদী

স্টাফ রিপোর্টার:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত “বঙ্গবন্ধু ও মানবাধিকার” শীর্ষক রচনা প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগে সেরা উপজেলা নির্বাচিত হয়েছে শ্রীবরদী। এ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জুম ডিভিও কনফারেন্সিং এর মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল অংশগ্রহণের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এনডিসি নাসিমা বেগম।
অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, এনডিসি ও শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এসময় শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের পক্ষে পুরস্কার গ্রহণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার বলেন, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার স্যারের যোগ্য পরিচালনায় এমন প্রাপ্তি সম্ভব হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, এসডিজির লক্ষ্য মানসম্মত শিক্ষা। এটা অর্জনে আমরা বদ্ধপরিকর। করোনাকালীন সময়েও শ্রীবরদীতে অনলাইন ক্লাস, ভার্চুয়াল মিটিং, অ্যাসাইনমেন্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা একাডেমিক সুপারভাইজার, প্রতিষ্ঠান প্রধানসহ অন্যান্য শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। সকলের সহযোগিতায় প্রতিটি ধাপে শ্রীবরদী উপজেলা সম্মান বয়ে আনুক,এ প্রত্যাশা করছি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend