শ্রীবরদীতে পৌর নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের দায়ে ২ প্রার্থীকে জরিমানা

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদী পৌরসভা নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের দায়ে ২ প্রার্থীর নিকট জরিমানা আদায় করেছে ভ্রাম্যামাণ আদালত। মঙ্গলবার রাতে নির্বাচনী আচরণ বিধি নিয়ন্ত্রণে মাঠে নামে ভ্রাম্যমাণ আদালত। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, ঝিনাইগাতী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিন এবং শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিক আল শাফিন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। এসময় নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে পোষ্টারে শশুর ও স্বামীর নাম লেখার দায়ে ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী রাজিয়া খাতুনের নিকট থেকে ৩ হাজার টাকা এবং ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহজাহান কবির কে প্রচার গাড়ীতে ব্যানার ও পোষ্টার ব্যবহার করার দায়ে ১ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান বলেন, নির্বাচনী আচারণ বিধি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালাতের অভিযান অব্যাহত থাকবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend